Friday, August 29, 2025
Homeবিনোদনকিয়ারা কি হাসপাতালে! 'গেম চেঞ্জার' এর প্রমোশনে নেই নায়িকা

কিয়ারা কি হাসপাতালে! ‘গেম চেঞ্জার’ এর প্রমোশনে নেই নায়িকা

সত্যি কি কোন ‘সুখবরে’র আশায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবাণী! আবার ভক্তদের অনেকের আশঙ্কা অভিনেত্রীর শরীর ভালো নেই। এই সমস্ত নানান জল্পনার মধ্যেই অভিনেত্রীর মুখপাত্র জানিয়েছেন, তাঁর শরীর সত্যি ভালো নেই তবে তিনি হসপিটালে ভর্তি হননি। টানা কাজ করার জন্যই নাকি সিদ্ধার্থ ঘরণী অসুস্থ হয়ে পড়েছেন। আর সেই জন্যই আজ শনিবার বিকেলে কিয়ারা আদবানীর আগামীর ছবি গেম চেঞ্জার এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না তিনি। এই ছবিতে দক্ষিণী হিরো রামচরনের সঙ্গে দেখা যাবে গ্ল্যামার ডিভা কিয়ারাকে। গত কয়েক দিন ধরে গেম চেঞ্জার ছবি র প্রচারে মেতে ছিলেন কিয়ারা। কয়েক মিনিটের টিজারে ধুমাধার অ্যাকশন অবতারে দর্শকদের নজর করেছেন রামচরণ।
প্রসঙ্গত, বড়দিনে সিদ্ধার্থর সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। আর তাতেই নেটিজেনদের ধারণা হয়েছিল কিয়ারা না…
[4:05 PM, 1/4/2025] Aranya Sen: প্রসঙ্গত, সিদ্ধার্থ মালহোত্রা সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা ‘শেরশাহ’ ছবিতে।
অনস্ক্রিন প্রেমের জল শেষ অবধি বিয়েতে পরিণতি পেয়েছিল। বলিউডের হ্যান্ডসাম হিরোর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন কিয়ারা। কার্তিক আরিয়ান এর সঙ্গে ‘সত্য প্রেম কি কথা’ তাঁর সর্বশেষ সুপারহিট ছবি।

Read More

Latest News